প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়টি অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী স্বর্গীয় বিভূতিভূষণ পাল,
নৃপতিভূষণ পাল, ভূপতিভূষণ পাল ভূমিদান এবং অত্র এলাকার কৃতি সন্তান ও শিক্ষানুরাগী
স্বর্গীয় পধধান শিক্ষক পুলিন বিহারী দাশের প্রচেষ্টায় ১৯৫৬ ইং সনে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিম
পটিয়ার প্রথম মহিলা এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি পরীক্ষার
ফলাফলসহ সর্বক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করে আসছে। যাঁদের অক্লান্ত পরিশ্রম ও অর্থায়নে
বিদ্যালয়টি সুপ্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের মধে স্বর্গীয় তেজেন্দধলাল চৌধুরী, যতীন্দধনাথ দাশ,
সূর্যকান্ত মহাজন, আলহাজ¦ মরহুম ছালেহ আহম্মদ চৌধুরী, স্বর্গীয় নলিনী রঞ্জন চৌধুরী, মরহুম
শাহ নেওয়াজ চৌধুরী (মন্টু) এম.পি, মরহুম শফিকুর রহমান চৌধুরী, ̄^র্গীয় অজিত কান্তি
চৌধুরী ও ̄^র্গীয় সাধন কৃষ্ণ মহাজন অন ̈তম।
বিদ্যালয়টিতে যাঁরা অতীতে সভাপতির দায়িত্ব পালন করেছেন তাঁরা হলেন- ১) মহকুমা
প্রশাসক (চট্টগ্রাম দক্ষিণ, ১৯৬৯-১৯৭৬), ২) সার্কেল অফিসার (উন্নয়ন, ১৯৭৭-১৯৮৪), ৩)
বাবু গোপাল কৃষ্ণ চৌধুরী, বি.সি.এস (অতিরিক্ত আয়কর কমিশনার, ১৯৮৫-১৯৮৭), ৪)
উপজেলা চেয়ারম্যাান পটিয়া (১৯৮৮-১৯৯০), ৫) বাবু গোপাল কৃষ্ণ চৌধুরী, বি.সি.এস
(অতিরিক্ত আয়কর কমিশনার, ১৯৯১-২০০৩), ৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা পটিয়া
(২০০৩-২০০৪), ৭) জনাব শেখ নুরুল ইমান চৌধুরী (চেয়ারম্যান, হাবিলাসদ্বীপ ইউ.পি.
২০০৪-২০০৭), ৮) উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটিয়া (২০০৭-২০০৮), ৯) বাবু ডাঃ
পঞ্চানন চক্রবর্তী (২০০৮-২০১২), ১০) বাবু গোপাল কৃষ্ণ চৌধুরী, বি.সি.এস (অবসর প্রাপ্ত
অতিরি৩ আয়কর কমিশনার, ২০১২-২০১৪), ১১) বাবুু স্বপন চৌধুরী (২০১৪-২০২২), ১২)
বাবু ডাঃ পঞ্চানন চক্রবর্তী (২০২২ - চলমান)।.....
বিস্তারিত