প্রাইভেসি অ্যান্ড পলিসি

প্রতিষ্ঠানের ইতিহাস • চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন উপজেলা সদর থেকে ০৮ কি.মি. উত্তর দক্ষিণে প্রত্যন্ত মফস্বল অঞ্চলে ১৯৬৫ খ্রিঃ আশিয়া উচ্চ বিদ্যালয় আত্নপ্রকাশ করে। মরহুম কাদের বকসু সওদাগর, মরহুম আবুল কাশেম সওদাগর ও মরহুম ইছহাক মাষ্টারের ঐকান্তিক প্রচেষ্ঠায়, সহযোগীতায় কে.বি. নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি কালান্তরে আশিয়া উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়টি ১৯৭৩ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের বর্তমান জমির পরিমাণ ১৭৮.৫ শতাংশ। অব্যক্ত দৈনতার ভিতরে ও এ প্রতিষ্ঠানের শিক্ষার মান শুরু থেকে সদরের স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে সমানে সমানে রয়েছে। বিগত বছরের ফলাফলের আলোকে S.S.C পরীক্ষায় A+ সহ পরীক্ষার ফলাফল অনেক সন্তোষজনক। একটা আর্দশ মডেল স্কুল পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা নিয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল (এমএ,এমএড) এর নেতৃত্বে সুশৃংখল এবং দক্ষ শিক্ষিক-শিক্ষিকাবৃন্দদের নিয়ে ছান্দিক গতিতে এগিয়ে যাচ্ছে বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়ে সুসংসহত বিজ্ঞানাগর, স্বয়ং সম্পূর্ণ একটি লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা স্বাস্থ্যকর শৌচাগার ও সূপেয় পানির সুবিধা। সর্বমোট ৭৫৭ জন শিক্ষার্থীর সমাবেশ এ বিদ্যালয়ে। • আশিয়া এলাকার সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার জন্য গ্রামের নাম অনুসারে আশিয়া উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। আশিয়া উচ্চ বিদ্যালয়, গ্রাম+ডাকঃ আশিয়া, ওয়ার্ড নং-০৫, ইউনিয়নঃ ০৮ নং (ক) আশিয়া ইউনিয়ন পরিষদ। পোষ্টকোড নং-৪৩৭০, উপজেলাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম। পটিয়া উপজেলা সদর আরকান বিশ্বরোড় (আমজুরহাট) থেকে দক্ষিণে ৪.৫০ কি.মি. দূরে আশিয়া বাংলা বাজারের পাশে অবস্থিত।