Admission Info

বিদ্যালয়ের ভর্তির তথ্য

 

১। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।

২। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

৩। ৫ম শ্রেনির ছাড়পত্র।

৪। পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি।

৫। বিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি ফরম।

 

 

 

·       শিক্ষার্থীদের পোষাক

 

ছাত্র

ছাত্রী

শার্ট-(হাফ) সাদা।

পকেট-একটি।

ব্যজ-১টি (সেলাই করা)।

প্যান্ট- কালো।

জুতা- সাদা কেস/ সাদা কাপডের জুতা।

মোজা- সাদা।

শীতকালে-খয়েরী সুয়েটার।

 

জামা- সবুজ।

পাইজামা-সাদা।

ওড়না-সাদা।

স্ক্যাপ-সাদা।

বেল্ট-লাল।

ব্যজ- ১টি (সেলাই করা)

জুতা- সাদা কেক্স/ সাদা কাপড়ের জুতা।

মোজা- সাদা।

শীতকালে-খয়েরী সুয়েটার।